মেয়ের সিনেমায় ডিপজল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:২৮ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


মেয়ের সিনেমায় ডিপজল
ছবি: সংগৃহীত

ঢালিউডের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল এবার মেয়ের প্রযোজিত সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার নাম ‘জিম্মি’। 


জানা গেছে, ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার মেঘলা। তিনি  যুক্তরাজ্যে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। লন্ডনে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেছেন।


দেশে ফিরে এসে  চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করলেও  পরবর্তীতে তা নিয়ে  আর আগাতে পারেনি। তবে চলচ্চিত্র প্রযোজনায় এবার নাম লেখালেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ডপজল নিজেই। এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করে সেন্সরে জমা দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখবেন বলে সেন্সর বোর্ড সদস্যরা গণমাধ্যমকে  জানান। 


অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের এই সিনেমাটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এর চিত্রগ্রহণ করেছেন সবুজ। ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে।