বলিউড উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়নি: ম্রুণাল ঠাকুর


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:০২ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


বলিউড উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়নি: ম্রুণাল ঠাকুর
ছবি: সংগৃহীত

বলিউডের ম্রুণাল ঠাকুরের তেলেগু সিনেমা ‘সীতা রামম’ ব্যাপকভাবে সফলতা অর্জন করে। এটি  দক্ষিণের সিনেমা থাকলেও  বলিউডে দারুণ ব্যবসা করে। এটিতে অভিনয় করে ম্রুণালের কদর বেড়ে যায় বহুগুণে। পরিচালক-প্রযোজকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় অভিনেত্রীর দরজায়।


সম্প্রতি ম্রুণাল ঠাকুর জানিয়েছে, বলিউড নাকি তাকে সঠিক মূল্যায়নই করেনি। অবশ্য কথাটি তার নিজের নয়। নির্মাতাদের তরফ থেকে এমন কথা শুনেছেন ‘সুপার ৩০’ নায়িকা।  


চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনের উদ্ধৃতি দিয়ে ম্রুণাল জানান, তারা আমাকে বলেছিল যে তারা আমার কাজের প্রতি অনুরাগী। এবং এই সত্যের জন্য ক্ষমা চেয়েছিল যে হিন্দি সিনেমা আমাকে আমার প্রতিভা প্রদর্শনের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়নি।


বলিউডের চলচ্চিত্র নির্মাতারা তার সম্ভাবনাকে অবমূল্যায়ন করার জন্য অনুতপ্ত বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তারা বুঝতে পেরেছেন যে আমি চ্যালেঞ্জিং চরিত্রগুলোও সমান দক্ষতায় করতে সক্ষম।’


‘সীতা রামম’ ছবির ব্যাপক সাফল্যের পর অনেক ছবির প্রস্তাব আসছে এই নায়িকার কাছে। তবে এখন যেনতেন চরিত্রে অভিনয় করতে নারাজ ম্রুণাল। তার কথায়, ‘সীতার মতো গল্পনির্ভর চরিত্রে অভিনয় করতে চাই। চিত্রনাট্য এলে তাড়াহুড়া করি না। আমি নিজেকে একবারে একদিন নিতে বলি। শুধুমাত্র গল্পটি আমার পছন্দ হলেই যে চরিত্রটি করব ব্যাপারটি তা নয়। বরং এটি কীভাবে লেখা হয়েছে তার ওপর নির্ভর করে।’


বর্তমান ভারি ভিএফক্সের জমানায় এমন একটি ক্লাসিক প্রেমের গল্প পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ম্রুণাল। অ্যাকশন, কমেডি এবং ড্রামা ধাঁচের সিনেমার ভিড়ে ‘সীতা রামম’কে বিশুদ্ধ বাতাস মানছেন এই অভিনেত্রী।