নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ আর নেই


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ আর নেই
মায়া ঘোষ | ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন মায়া ঘোষ মারা গেলেন। গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাত  রাত পৌনে ৮টার দিকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।


ভারতের গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন প্রবীণ অভিনেত্রী মায়া ঘোষ। গতকাল আচমকা তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৭টা ৪৫ মিনিটে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।


উল্লেখ্য,  বাংলাদেসশের খুলনার সাতক্ষীরা জেলায় ১৯৪৩ সালে  জন্মগ্রহণ করেন মায়া ঘোষ। তার ছোটবেলা কেটেছে অর্থাভাবে। ক্লাস নাইনেই সংসারের হাল ধরতে হয় তাকে। পাড়ার থিয়েটার দিয়েই তার পথচলা শুরু। এরপর উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হয়ে পেশাদার থিয়েটার জীবন শুরু করেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায়, সুনীল বন্দোপাধ্যায়সহ বহু নির্দেশকের অধীনে কাজ করেছেন তিনি।