ছবির নাম নিয়ে বিভ্রান্তি, যা বললেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২
সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খান নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটির নাম ‘ডাংকি’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমার নাম নিয়ে বিভ্রান্তি রয়েছে একাংশের। এবার সেই বিভ্রান্তির অবসান ঘটালেন শাহরুখ নিজেই।
তিনি বলেন, ‘ছবিটির নামকরণ যদি ইংরেজিতে হতো, তাহলে হয়তো ডাঙ্কি হতো। আসলে ভারতীদের উচ্চারণ আলাদা, তাই নামের মানে বদলে যায়। পাঞ্জাবিদের উচ্চারণ আরও একটু আলাদা। তাই ছবির নাম হয়েছে ‘ডাংকি’র বদলে ‘ডাঙ্কি’ মানে গাধা।’
তিনি আরো বলেন, বলেন, ‘এটি একটি কমেডি ছবি। এই ছবির মাধ্যমে একটা লম্বা সফর করেছেন তিনি। ছবিতে কৌতুক যেমন রয়েছে, তেমনই ভরপুর রয়েছে আবেগ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে দেশে ফেরার গল্পই বলবে ছবির চিত্রনাট্য।’