ম্যারাডোনা-মেসিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, তোপের মুখে প্রখ্যাত গীতিকার


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৩ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


ম্যারাডোনা-মেসিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস,  তোপের মুখে প্রখ্যাত গীতিকার
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি  ফুটবলার ম্যারাডোনা ও লিওনেল মেসিকে নিয়ে অশালীন ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তোপের মুখে পড়েছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান।


গতকাল শনিবার রাতে অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনার দ্বিতীয় পর্বের নক আউট ম্যাচ চলাকালীন মোহাম্মদ রফিকউজ্জামান নিজের ফেসবুক একাউন্টে সক্রিয় ছিল।  একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছিলেন।


ম্যারাডোনাকে এক পোস্টে তিনি লেখেন, ‘‘একজন ছিল ‘মরদই না ’, সে হাত দিয়ে গোল করত। সেই হাত নাড়ার ভঙ্গি ছিল হিজড়াদের মতো। ওদের কেউ ‘আর জেন্টই না ’। আবার লেডিও না। তাই হিজড়াই বলতে হবে। ’’


বিষয়টিকে সহজভাবে নেননি অনেক সংগীতশিল্পী, গীতিকার ও সংগীতজ্ঞ। এটিকে ‘বর্ণবাদ’ হিসেবে আখ্যায়িত করছেন তারা।  


ওই পোস্টের কমেন্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘বাবা, বটবৃক্ষ, পোস্টটা আপনি মুছেই দেন প্লিজ!’ কিন্তু গীতিকার এ কথায় কর্ণপাত করেননি। আরেকটি পোস্টে মেসিকে নিয়েও তিনি ব্যঙ্গ করে লিখেছেন, ‘মাছি সারা মাঠে বন বন করে বেড়াচ্ছে।’


মোহাম্মদ রফিকউজ্জামানকে ট্যাগ করে গ্রেট গীতিকার মিলন খান লিখেছেন, ‘কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা/ কেউ মেসি,কেউ নেইমার/কেউ পেলে, কেউ ম্যারাডোনা/খেলা নিয়ে চলতে পারে আলোচনা সমালোচনা কিন্তু নোংরামী না....... সবার জন্য শুভকামনা’


গীতিকার নীহার আহমদে লিখেন, ‘একজন নন্দিত মানুষ- এতোটা রেসিস্ট ও আনরেস্টরেইন্ড হয় কীভাবে? আমরা তবে কী বার্তাবহন করবো?’


পর অবশ্য মোহাম্মদ রফিকউজ্জামান নিজের অবস্থান ব্যাখ্যা করে ও দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘মানুষের সেন্স অব হিউমার এত দুর্বল এবং গাত্রদাহ এত প্রবল হলে কোনো তীক্ষ্ণ হিউমারই তো করা যাবে না।  যা-ই হোক, আমার পোস্টে যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রতি দুঃখ প্রকাশ করছি। ডিলিট করে দিতে পারতাম, কিন্তু যা প্রকাশ হয়ে গেছে তা মুছে দিলে আহতদের ক্ষত তো মুছবে না। তাই ওটা ওভাবেই রয়ে যাক। ’


জেবি/এসবি