৭ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৭ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন

ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ইতালি দূতাবাস।

ইতোমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রক্রিয়া শেষ করেছে দূতাবাস। মরদেহগুলো দেশে পাঠাতে এখন আর কোনো সমস্যা নেই। তবে ইতালির যে বিমানবন্দর থেকে মরদেহগুলো দেশে পাঠানো হবে সেখানে ফ্লাইটের সীমাবদ্ধতা রয়েছে। এর ফলে হয়তো কয়েক দিন বেশি সময় লাগতে পারে।

বিষয়ে জানতে চাইলে রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হক জানান, দেশে মরদেহ পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমানের টিকিট পেলেই মরদেহ দেশে পাঠানো শুরু হবে। তবে কাতানিয়া থেকে সপ্তাহে একটি মাত্র বিমানে সর্বোচ্চ ২টি মরদেহ পরিবহন করা সম্ভব। এর ফলে দীর্ঘ সময় লাগবে। তাই মরদেহগুলো রোম হয়ে পাঠানোর চেষ্টা চলছে।

ভূমধ্যসাগরে মারা যাওয়া বাংলাদেশিরা হলেন- মাদারীপুরের ইমরান হোসেন, জয় তালুকদার ওরফে রতন, সাফায়েত, জহিরুল, বাপ্পী। আরও আছেন সুনামগঞ্জের সাজ্জাদ

' ); }