জামায়াতের সমাবেশে যোগ দিতে ঢাকামুখী নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল (১৯ জুলাই) জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশ আগামীকাল হলেও একদিন আগেই এসে অবস্থান করছেন তারা।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিত দেখা গেছে। উদ্যানের মাঠে নেতাকর্মীদের মাগরিবের নামাজ পড়তেও দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা আসছেন নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীর শাহবাগ, কাকরাইল, মৎসভবন টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায়। কারো হাতে দাঁড়িপাল্লা প্রতীকও ছিল। আগত অধিকাংশ নেতাকর্মীদের গায়ে পাঞ্জাবি থাকলেও কারো কারো গায়ে সাদা গেঞ্জি পড়তে দেখা গেছে। গেঞ্জিতে লেখা রয়েছে, ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’, ‘দাঁড়িপাল্লা ভোট দিন’।
আরও পড়ুন: রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে নিয়ন্ত্রণে থাকবে যান চলাচল
নোয়াখালী থেকে আসা দলটির নেতাকর্মীরা জানান, আগামীকাল সকাল থেকেই আমাদের সমাবেশ শুরু হবে। রাস্তার যানজটের কথা চিন্তা করে আজ চলে এসেছি।
সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা আমজাদ হোসেন বলেন, আমাদের শিবিরের নেতাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে। রাতে এখানে আমরা অবস্থান করব। বিভিন্ন গ্রুপের আমাদের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। রাতে সারাদেশ থেকে যেসব নেতাকর্মীরা আসবেন তাদের সেবার দায়িত্বে আমরা আছি।
জানা গেছে, সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে।
আরও পড়ুন: মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
আরও জানা গেছে, আগামীকাল শনিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। সমাবেশস্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে।
এদিকে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে নিয়ন্ত্রণে থাকবে যান চলাচল

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

লাইট ইঞ্জিনিয়ারিং খাতেই ভবিষ্যৎ, রপ্তানি বৈচিত্র্য ও অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত: সাকিফ শামীম

জুলাই শহিদ দিবস উপলক্ষে বাইতুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত
