মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৫


মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃৃহীত

রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনের ২১ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আরও পড়ুন: জুলাই শহিদ দিবস উপলক্ষে বাইতুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত


ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১১ মিনিটের পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট। পরে ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।


এমএল/