সাড়ে ৯ লাখ ফলোয়ার রেখে মারা গেলেন জনপ্রিয় টিকটক তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:২৩ এএম, ৫ই ডিসেম্বর ২০২২

জনপ্রিয় টিকটক মেঘা ঠাকুর তারকা না ফেরার দেশে পাড়ি জমালেন। ‘গত ২৪ নভেম্বর সবাইকে কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন মেঘা। এই চলে যাওয়া অপ্রত্যাশিত।’ এমনটাই জানিয়েছেন তার পরিবার।
মৃত্যুকালে মেঘার বয়স হয়েছিল ২১ বছর। কিন্তু কীভাবে মৃত্যু হল জনপ্রিয় টিকটক তারকার তা স্পষ্ট করা হয়নি।
জনপ্রিয় এই টিকটকারের মৃত্যুতে বাকরুদ্ধ হয়েছেন তার ভক্তরা। টিকটকের শুরু থেকেই নিজের নাচের ভিডিও শেয়ার করতেন মেঘা। অল্প সময়ে নেটজনতার কাছে প্রিয় মানুষ হয়ে ওঠেন তিনি।
বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা প্রায় সাড়ে ৯ লাখ। মেঘার ইনস্টাগ্রাম প্রোফাইলে মেয়ের আকস্মিক মৃত্যুর খবর জানিয়েছেন তার বাবা-মা লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের আদরের কন্যা, আমাদের জীবনের আলো মেঘা আমাদের ছেড়ে চলে গিয়েছে।
মেঘা সারাজীবন অনুগামীদের ভালোবাসত এবং ও চেয়েছিল ওর চলে যাওয়ার খবর যেন অনুগামীদের জানানো যায়। একজন স্বাধীনচেতা নারী হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া ছিল ওর স্বপ্ন। ’
জেবি/এসবি