শাকিবের থেকে কোনো আর্থিক সহায়তা নিইনি: বুবলি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


শাকিবের থেকে কোনো  আর্থিক সহায়তা  নিইনি: বুবলি
ভিডিও বার্তা দেওয়ার সময় বুবলী

হালের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ঢালিউডের শীর্ষ নায়ক শকিব খানের সঙ্গে বিয়ে ও বীররের মা হওয়া ইস্যু নিইয়ে গত মাসজুড়ে আলোচনায় ছিলেন তিনি।


বিয়ে-সন্তান প্রকাশ্যে আনার পর কিছুদিন মুখ বন্ধ রেখে ফের নিরবতা ভাঙলেন বুবলী। গতকাল রবিবার (৪ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে ৪১ মিনিটের এক ভিডিও বার্তায় শাকিব-আপু-জয় ও বারীসহ নিজের ব্যক্তিগত-পারিবারিক জীবনের নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। 


ভিডিওর এক অংশে বুবলী বলেন, ‘অনেকে বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে অনেক আর্থিক সহায়তা নিই। এই কথাটাও সম্পূর্ণ ভুল। বিয়ে বা আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কোনও আর্থিক সহায়তা নিইনি। স্বামী বা সন্তানের বাবা হিসেবে অবশ্যই এটা ওনার অনেক বড় দায়িত্ব। কিন্তু এটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করে। আমার সন্তানের বয়স তিন বছরের কাছাকাছি, আজ অব্দি আমি কখনোই আর্থিক সহায়তা নিইনি। সমস্ত কিছু নিজেই বহন করছি।’


তিনি আরো বলেন, ‘সন্তানকে নিয়ে আমেরিকায় থাকার সময়টাতে অনেক বড় অংকের খরচ হয়েছে। প্রায় এক বছরের মতো থাকতে হয়েছিলো। তখন তিনি (শাকিব) ১৫ হাজার ডলারের মতো হেল্প করেছিলেন। বাকি প্রায় ৩০ হাজার ডলারের মতো আমি নিজে বহন করেছিলাম। টাকার অংকটাও বললাম, কারণ এটা নিয়ে অনেক ভুল নিউজ হয়েছে। গিফট বা উপহারের বিষয়গুলো আলাদা। তবে আর্থিক সহায়তা কখনও নিইনি।’