যে কারণে কাঁদলেন মালাইকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। ‘মুভিং উইথ মালাইকা’ শিরোনামে একটি শো নিয়ে আসছেন তিনি।
আজ সোমবার (৫ ডিসেম্বর) থেকে এই শো’র প্রচার শুরু হবে বলে জানা গেছে। তার আগে প্রকাশ্যে এলো এ শো’র প্রোমো; যাতে কাঁদতে দেখা যায় মালাইকাকে।
মালাইকার ওই শো’তে দেখা গেছে তার বোন অমৃতা আরোরা, কারিনা কাপুর, ফারাহ খান। এ শো’র আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তুলেন মালাইকা। আর স্মৃতিচারণ করতে করতেই কেঁদে ফেলেন তিনি!
তিনি বলেন, ‘আমার জীবনের সব ক’টি সিদ্ধান্তই সঠিক। আমি ভাল আছি।’অপরদিকে মালাইকাকে সান্ত্বনা দিয়ে ফারহা খান বলেন, ‘কাঁদলে তোমাকে আরও সুন্দর দেখায়।’
জেবি/এসবি