সাইফের পছন্দের নায়িকাদের তালিকায় জায়গা পাননি কারিনা!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:০৩ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


সাইফের পছন্দের নায়িকাদের তালিকায় জায়গা পাননি কারিনা!
সাইফ আলী খান ও কারিনা কাপুর খান

বলি পাড়ার তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান।  সম্প্রতি তারা  রেড সি ফিল্ম ফ্যাস্টিভ্যাল উপলক্ষে সৌদ আরবের জেদ্দায় গিয়েছিলেন। এ আসরে পছন্দের নায়িকাদের নাম বলেন সাইফ। কিন্তু স্বামীর এ তালিকায় জায়গা পেলেন না কারিনা।


ওই ফিল্ম ফ্যাস্টিভ্যালে নায়িকাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয় সাইফ আলী খানকে। জবাবে এই অভিনেতা বলেন, ‘নারী চরিত্র ছাড়া সিনেমা শুরু হতেই পারত না। সিনেমা নিয়ে চিন্তা করলেই একের পর এক দাপুটে অভিনেত্রীদের কথা মনে পড়ে।


যেমন, মার্লিন দিতারিচ, অড্রে হেপবার্ন। এরা সবাই আমার খুব পছন্দের অভিনেত্রী।’


এসময় সাইফের পাশে থাকা স্ত্রী কারিনা কাপুর তাকে থামিয়ে  বলে ওঠেন— ‘তোমার স্ত্রীও।’ আর সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে বাক্য সম্পূর্ণ করেন এই অভিনেতা। সাইফ আলী খান বলেন, ‘একদম, আমার মিষ্টি সুন্দর বউও।’


জেবি/এসবি