শুটিং শেষ, ঈদে আসছে সালমানের ধামকা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


শুটিং শেষ, ঈদে আসছে সালমানের ধামকা
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার শুটিংয়ে সালমান

বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি  ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।


গত শনিবার (৩ ডিসেম্বর) সামাজিকমাধ্যম টুইটার এই সিনেমার একটি শুটিং শেষের ঘোষণা দিয়েছেন ‘ভাইজান’। শুটিং সেটের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুটিংয়ের কাজ শেষ। আগামী বছর ঈদে দেখা হচ্ছে।’


টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রিন্টেট কালো জ্যাকেট আর সালমান খানের মাথায় লম্বা চুল । গত কয়েকদিন ধরেই মুম্বাইয়ে এই ছবির শেষ অংশের শুটিং সারছিলেন ‘দাবাং’ অভিনেতা।  ফরহাদ সামজি পরিচালিত এই সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতি প্রমুখ।


জেবি/এসবি