আমি বৈবাহিক ধর্ষণের শিকার: বাঁধন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:২২ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


আমি বৈবাহিক ধর্ষণের শিকার:  বাঁধন
আজমেরী হক বাঁধন | ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  ‘রেহানা মরিয়ম নূর’সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে সফলতা পেয়েছেন তিনি। 


জানা গেছে, দাম্পত্যজীবনে খুব একটা ভালো নেই বাঁধন। শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছেন বলে সম্প্রতি এমন অভিযোগ করেছেন তিনি।


এক সাক্ষাৎকারে বাঁধন বলেন,  ‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করেছিল।’


তিনি আরো বলেন, ‘আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম এ ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন- এসব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’


জেবি/এসবি