পায়ে ব্যান্ডেজ নিয়ে কী করছেন দিশা?


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৫৮ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


পায়ে ব্যান্ডেজ নিয়ে কী করছেন দিশা?
দিশা পাটানি | ছবি: সংগৃহীত

পাঁচ মাস আগে ‘এক ভিলেন রিটার্নস’ নামে দিশা পাটানির একটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রার সাথে ‘যোদ্ধা’ ছবির কাজ শেষ করেছেন। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।


বর্তমান সময়ে তামিল ও তেলেগু ভাষার ছবি নিয়ে ব্যস্ত দিশা। এরইমধ্যে পায়ে চোট পেয়েছেন তিনি। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানান দিশা।


ছবির নিচে তিনি লিখেন, ‘আমি কী এক সপ্তাহের জন্য আঘাত মুক্ত থাকতে পারি? আমার চলাফেরা কেন এত আগোছালো?’ তবে দিশা কীভাবে আঘাত পেয়েছেন তা জানা যায়নি।


এদিকে, পায়ে ইনজুরি নিয়ে থেমে থাকেনি তিনি। ভারতের গণমাধ্যম জানিয়েছে, ইনস্টাগ্রামে ছবি পোস্টের পর রেস্তোরাঁয় দেখা গেছে দিশাকে। অবশ্য পায়ে ব্যান্ডেজও ছিল বলিউডের জনপ্রিয় এই নায়িকার।


জেবি/এসবি