তিন সংসারের তিন সন্তানকে নিয়ে অভিনেত্রীর সুখের সংসার


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


তিন সংসারের তিন সন্তানকে নিয়ে অভিনেত্রীর সুখের সংসার
হলিউড অভিনেত্রী কেট হাডসন

হলিউড আলোচিত মুখ কেট হাডসন। তার ৩ স্বামীর সংসারে জন্ম দিয়েছে্ন ৩ সন্তান। তবে সন্তানগুলো নিয়ে বেশ সুখে আছে তিনি। সব সংসারের সন্তানই তার কাছে সমান গুরুত্বপূর্ণ।


সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট বলেন, প্রেমই আসল বন্ধন। সব সময় ভালোবাসা খুঁজেছেন যেমন, সবাইকে ভালোবাসায় ভরিয়েও দিতে চেয়েছেন। প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই কাজ করেছে সেই রসায়ন।


তিনি আরো বলেন, 'বাইরে থেকে দেখলে অস্বাভাবিক ঠেকতে পারে, কিন্তু আমরা দারুণ আছি। তিন সন্তান এবং তাদের তিনজন আলাদা বাবাকে নিয়ে যে পরিবার (ইউনিট) আমি গড়ে তুলেছি, তার ভিত খুব মজবুত। এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।'


কেটের দাবি, ভালোবাসাকে বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে আদায় করেছেন তিনি। গতানুগতিক প্রেম কিংবা ভালবাসার ধারণায় তিনি আগ্রহী নন। জীবনকে নিজের মতো করে সাজিয়েছেন। বললেন, আমার লক্ষ্য ভালবাসা পাওয়া এবং দেওয়া।


জেবি/এসবি