সুখবর দিলেন নায়িকা নিপুণ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৫ পিএম, ৬ই ডিসেম্বর ২০২২


সুখবর দিলেন নায়িকা নিপুণ
নিপুণ আক্তার | ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত অভিনেত্রী নায়িকা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। পদ নিয়ে  জায়েদ খানের সঙ্গে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে এবার সুখব দিয়েছেন তিনি।


জানা গেছে, নতুন একটি  সিনেমার করছেন নিপুণ। প্রতিবন্ধীদের নিয়ে সিনেমাটি বানাবেন তিনি। ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত সিনেমা দেখেই এই সিদ্ধান্ত নেন নায়িকা।


গতকাল সোমবার (৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের  এক পোস্টে বিষয়টি জানান নিপুণ।


তিনি লিখেন, 'আজ ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর নির্মিত সিনেমাটি দেখে আমি সত্যিই আনন্দিত। ইনশাআল্লাহ প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর একটি সিনেমা আমিও বাংলাদেশে তৈরি করব। আর সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাও অভিনয় করবেন।'

জেবি/এসবি