অবশেষে ফিরছেন পপি!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
ঢালিউডের নায়িকা পারভিন পপি। গুঞ্জন আছে, বিয়ে করে জন্ম দিয়েছেন সন্তান। তবে এসব নিয়ে নিরব থেকেছেন পপি। আসেননি সামনেও। সব শেষ শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে একটি ভিডিওবার্তা দিয়ে হাওয়া হয়েছেন তিনি।
জানা গেছে, সশরীরে আড়াল থাকলেও এবার প্রেক্ষাগৃহে ফিরছেন পপি। দীর্ঘদিন পর তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে নতুন সিনেমা আগামী ২৩ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে। তবে পপি যে ছবির প্রচারণায় থাকবেন না তা এক প্রকার নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।
সংবাদমাধ্যমকে সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের এই সিনেমার এখনও কোনো প্রচারণা শুরু করিনি। আপাতত নিজেদের আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুয়েক দিনের মধ্যে প্রচার শুরু হবে। তবে গল্পের প্রধান চরিত্র অভিনেত্রী পপি সেখানে থাকতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। কারণ কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর নতুন কোনো সিনেমায় অভিনয় করবে কি না সে বিষয়েও কিছু বলতে পারছি না।’
সিনেমাটি পপি বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। তিনিও বর্তমানে সিনেমা থেকে দূরে সরে আছেন। এছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ।
জেবি/এসবি