বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:৩০ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২


বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা!
দীপিকা পাড়ুকোন | ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত কয়েক বছর ধরে নানা ধরণের ব্যবসা ও উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। 


ভারতের এই তারকার অভিনেত্রী এবার কাতার বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন।


জানা গেছে, কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। তবে পারফর্ম করতে নয়, সেখানে গিয়ে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন। ফিফা বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও ভারতীয় গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে। 


ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শিগগিরই কাতার রওনা হবেন দীপিকা। এটিই হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ।


জেবি/এসবি