‘চিয়ার্স’ অভিনেত্রী কির্স্টি আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৫১ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন অভিনেত্রী কির্স্টি অ্যালে। গতকাল সোমবার (৫ ডিসেম্বর) তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে মৃত্যুর বিষয়টির নিশ্চিত করেছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। তার সন্তানেরা বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মমতাময়ী মা মারা গেছেন।’
সেই ৮০ দশকের শেষ ভাগে এনবিসি টিভি চ্যানেলের আলোচিত কমেডি ‘চিয়ার্স’-এর প্রধান চরিত্রে অভিনয় করে দর্শক–হৃদয়ে জায়গা করে নেন অ্যালে। এতে বারের ব্যবস্থাপক রেবেকা চরিত্রে অভিনয় করেন অ্যালে। তাকে সিরিজের ১১টি পর্বে পাওয়া গেছে। এতে অনবদ্য অভিনয়ের সুবাদে ১৯৯১ সালে এমি পুরস্কার পান তিনি।
জেবি/এসবি