গোলাপি রঙের গাউনে নজর কাড়লেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৫৭ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
সৌদিতে রেড সি ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছিলেন ‘দেশি গার্ল’খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। সেখান থেকে বর্তমানে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। দেশটির দুবাই শহরে অবকাশযাপন করতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।
গতকাল সোমবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন প্রিয়াঙ্কা। সেখানে নজর কেড়েছে তার পরা গাঢ় গোলাপি রঙের নজরকাড়া গাউন। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে সেসব ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী।
জানা গেছে, একটি জনপ্রিয় জুয়েলারি ব্রান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন প্রিয়াঙ্কা। মূলত সেই ব্রান্ড আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। সঙ্গে পরেছিলেন হীরের নেকলেস ও দুল।
জেবি/এসবি