মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির তারিখ ঘোষণা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:৪৪ এএম, ৭ই ডিসেম্বর ২০২২


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির তারিখ ঘোষণা
ফাইল ছবি

ফের ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে (১ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত) ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। 


নতুন করে ঘোষণা অনুযায়ী, চলতি মাসের ১২ তারিখ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। 


অপরদিকে, ১৩ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলার সদর উপজেলার পর্যায়) লটারি প্রক্রিয়া একই স্থানে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


গতকাল সোমবার (৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।


এর আগে চলতি মাসের ১০ তারিখ সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল মাউশি।


সূত্র : বাসস