বেবি বাম্পের ছবি দিয়ে তোপের মুখে পাক অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:১২ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
সম্প্রতি বেবি বাম্পের ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে তোপের মুখে পড়েছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী আরমিনা খান।
অনেকে আনন্দের খবর জেনে শুভেচ্ছা জানালেও নেটজনতার একটি বড় অংশ বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি। ছবির নিচে অনেকে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
পরে অবশ্য বাধ্য হয়ে নিজের ইনস্টাগ্রামের কমেন্ট অপশন বন্ধ করে দেন আরমিনা। কিন্তু এর আগেই কমেন্টের স্ক্রিন শর্ট দাবানলের মতো বিভিন্ন গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এসব কমেন্টের স্ক্রিন শটে দেখা গেছে একজন লিখেছেন লিখেছেন, ‘তোমার জন্য লজ্জা হয়! তুমি একজন মুসলিম!’
আরেকজন ব্যক্তি লিখেন, ‘এটি পুরোপুরি বিদেশি সংস্কৃতি। আগে মেয়েরা এসব বিষয় লুকিয়ে রাখতেন। তোমার নৈতিকতা নিয়ে কথা বলার ভাষা আমার জানা নেই। দিনে দিনে সমাজ রসাতলে যাচ্ছে।’
জেবি/এসবি