শিগগিরই বলিউডে পা রাখছেন আরিয়ান খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২


শিগগিরই বলিউডে পা রাখছেন আরিয়ান খান
আরিয়ান খান

শিগগিরই বলিউডে পা রাখছেন চলেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে বাবার মতো অভিনয় করতে নয়, পরিচালনায় নিজের ক্যারিয়ার গড়তে চান তিনি।


গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে দেওয়া একটি পোস্ট থেকে তার আভাস পাওয়া গেল। নিজের প্রথম ছবির চিত্রনাট্যের পাতার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, 'প্রথম ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করলাম। এখন শুধু অপেক্ষা, কবে ‘অ্যাকশন’ বলব।'


এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, শুধু পরিচালক না, গল্পকার হিসেবেও কাজ করবেন আরিয়ান। জানা গেছে, ছেলের প্রথম কাজ প্রযোজনা করবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট।


শাহরুখপুত্রের ওই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছে প্রায় অর্ধেক বলিউড। আরিয়ানের প্রথম কাজ প্রসঙ্গে বাবা শাহরুখ লেখেন, ভরসা, চিন্তা, আস্থা রাখার পালা শেষ। এবার শুরু। অনেক শুভেচ্ছা তোমার প্রথম কাজের জন্য। প্রথম কাজ সব সময় স্পেশাল। 


জেবি/এসবি