জিমে গিয়ে উত্তাপ বাড়ালেন সারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
বলি পাড়ার জনপ্রিয় নায়িকা সারা আলী খান। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। পোস্টের সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওটি দেখে ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কেন এতটা ঘাম ঝরাচ্ছেন এই নায়িকা? এ বিষয়ে সারা আলী খান জানান, সামনে ক্রিসমাস। আর এই ছুটির সময়ে স্ট্রেস ছাড়া কাটাতে চান তিনি। এজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন বলে জানিয়েছেন এই নায়িকা।
সারা খানের এই ভিডিও দেখে নেটজনতারা মুগ্ধতা প্রকাশ করছেন। তাদের দাবি—‘ভিডিওটি তাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’ আবার কেউ কেউ বলছেন, ‘আপনার এনার্জি লেভেলে দেখে বিস্মিত হয়েছি।’
জেবি/এসবি