এফডিসিতে ফের নির্বাচন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২
এফডিসিতে ফের নির্বাচন শুরু হতে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। কাজী হায়াৎ-শাহীন সুমনের নেতৃত্বে একটি প্যানেল অন্যটি মুশফিকুর রহমান গুলজার-জাকীর হোসেন রাজুর নেতৃত্বে নির্বাচন করবে।
এই দুই প্যানেলের খ্যাতনামা নির্মাতাসহ বর্তমান প্রজন্মের নির্মাতারা অংশ নিয়েছেন। সকাল ৯টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন পরিচালনার জন্য আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশনের সদস্য হচ্ছেন সামসুল আলম ও নিশান।
জেবি/এসবি