মোটা হওয়ায় অনেক কাজ হারিয়েছেন দিব্যা!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:২৫ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


মোটা হওয়ায় অনেক কাজ হারিয়েছেন দিব্যা!
দিব্যা দত্ত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত। ‘হিরোইন’, ‘বীর-জারা’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘দিল্লি-৬’ এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।  


সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন খাটো ও মোটা হওয়ায় অনেক কাজ হারিয়েছেন তিনি। ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘আমি আগে অনেক ভুল করেছি। ক্যারিয়ারে শুরুর দিনগুলোতে আমাকে অনেক সিনেমার জন্য ডাকা হয়েছে। শারীরিক গঠন ও চেহারার ক্ষেত্রে আমি প্রচলিত অভিনেত্রীদের মতো ছিলাম না। আমি লম্বা নই এবং মোটা ছিলাম। সুতরাং এটি প্রাথমিকভাবে কঠিন ছিল আমার জন্য।’


তিনি আরো বলেন, ‘অনেক ভালো চরিত্রের অফার পেয়েও শেষ পর্যন্ত কাজটা হয়নি। তবে ধীরে ধীরে আমি নিজের পথ খুঁজে পেয়েছি। নিজেকে নিজের মতো করে গড়েছি।’


জেবি/এসবি