বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারীর তালিকায় প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:৩১ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২
সংবাদ সংস্থা বিবিসির জরিপে বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
মনোনীত ১০০ নারীকে নিয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) একটি তালিকা প্রকাশ করে বিবিসি। এই তালিকায় সমাজকর্মী, সাংবাদিক, অভিনেত্রী, ক্রীড়াবিদসহ নানা পেশার নারীদের বেছে নেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চারটি বিভাগে ১০০ নারীর নাম প্রকাশ করা হয়েছে। বিভাগগুলো হলো— রাজনীতি ও শিক্ষা; সংস্কৃতি ও খেলাধুলা; অধিপরামর্শ ও সক্রিয়তা এবং স্বাস্থ্য ও বিজ্ঞান। প্রিংয়াঙ্কা ছাড়াও এ তালিকায় রয়েছেন ভারতীয় আরো তিনজন নারী। তারা হলেন— অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিশা বান্ডলা, বুকার-জয়ী লেখক গীতাঞ্জলি শ্রী, সমাজকর্মী স্নেহা জাওয়ালে।
জেবি/এসবি