ঠকলেন হিনা খান!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২
ভরতের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী হিনা খান। আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা বলিউডের অভিনেত্রীদের থেকে কম নয়।
সম্প্রতি ফের আলোচনায় এসেছেন হিনা খান। এবারের কারণ, প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের বিচ্ছেদ। আর হিনার দাবি- প্রেম করে নাকি ঠকেছেন তিনি।
ইনস্টাগ্রামে কয়েক দিন আগে একটি পোস্ট দেওয়ার পর থেকে শুরু হয় জল্পনা। ওই পোস্টে হিনালিখেছিলেন, 'বিশ্বাস করে ঠকে গেছি , এমন ভুলের জন্য ক্ষমা করে দাও। ভালো মনের মানুষরা চারপাশের বাজে জিনিসের খোঁজ পায় না'।
পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ঠকে যাওয়ায় জীবনের একমাত্র সত্য, যা সঙ্গে রয়ে যায়। তারপরই প্রশ্ন ওঠে তাহলে কি রকির সঙ্গে ১৩ বছরের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে?
জেবি/এসবি