আলিয়ার জীবনে মাতৃত্ব যে পরিবর্তন এনেছে


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২


আলিয়ার জীবনে মাতৃত্ব যে পরিবর্তন এনেছে
আলিয়া ভাট

এক মাস হয়নি মা হয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। এর মধ্যে সম্প্রতি তাকে মুম্বাইয়ের যোগ প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রে দেখা গেছে বলে ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।


মা হওয়ার পর দ্রুতই নিজেকে পরিবর্তন করতে চাইছেন আলিয়া। এরই মাঝে মাতৃত্ব নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকারে দিয়েছেন তিনি।


আলিয়া ভাট বলেন, 'মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে'। এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে। 


উত্তরে তিনি বলেন, 'আমি যেভাবে কোনও চরিত্র নির্বাচন করি, তার উপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না।'


তিনি আরো বলেন, 'মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এর পর আমার সফর কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত।'


জেবি/এসবি