নায়িকার পায়ে পরিচালকের গাঢ় চুম্বন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:০৮ এএম, ৯ই ডিসেম্বর ২০২২

সম্প্রতি নায়িকার পায়ে পরিচালকের গাঢ় চুম্বনের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আশু রেড্ডি।
দেখা গেছে, সোফায় বসে থাকা অভিনেত্রী আশু রেড্ডির সামনে ফ্লোরে বসা পরিচালক রাম গোপাল ভার্মা। কিছু একটা বলতে বলতে আশুর বাঁ পায়ের জুতা খুলে ফেলেন তিনি। তারপর ওই পা দু’হাতে ধরে নিয়ে গাঢ় চুম্বন এঁকে দেন।
ভিডিও ক্যাপশনে আশু রেড্ডি লিখেছেন, ‘একজন মানুষের সীমাহীন উপাসনা প্রায়ই বিপজ্জনক।’ গতকাল পোস্ট করা এ ভিডিও নেটদুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে।
নেটজনতারা বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি। একজন কমেন্ট করেছেন, ‘একসময় বলিউডের অন্যতম বড় পরিচালক ছিল রাম গোপাল। অভিনেতারা তার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকত। আজ নিজেকে কোথায় নামিয়ে নিয়েছে দেখেও খারাপ লাগছে।’ আরেকজন লিখেন, ‘দেখে তো বোঝা যাচ্ছে গলা অবধি মদ খাওয়া। সব কথা জড়িয়ে যাচ্ছে। ছি!’
জেবী/এসবি