পরেশ রাওয়াল বিতর্কে মুখ খুললেন চঞ্চল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২
গুজরাটে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিয়ে তোপের মুখে পড়েন বলিউডের জনিপ্রয় অভিনেতা পরেশ রাওয়াল। পরে যদিও ক্ষমা চেয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি বলেন, দেশ, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষেরই নিজস্ব সংস্কৃতি আছে, যেগুলো যুগ যুগ ধরে বংশ পরম্পরায় চলে আসছে।
তিনি আরো বলেন, কে ডাল-ভাত খাবে, কে মাছ ভাত খাবে, কে গ্যাসের চুলায় রান্না করবে, কে লাকড়ির চুলায় রান্না করবে আর কে রান্না না করে কাঁচা খেয়ে গ্যাস বাঁচাবে—সেটা তার নিজস্ব ব্যাপার। শুধু কটাক্ষ করার জন্য কিছু বলার থেকে রাষ্ট্র, সমাজের প্রতি দায়বদ্ধ থেকেই বলা উচিত।
জেবি/এসবি