নতুন প্রেমিকাকে পরিচয় করালেন গায়ক হানি সিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৫৪ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২
কয়েক মাস আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের। এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন এই কণ্ঠশিল্পী। এবার নিজের নতুন প্রেমিকাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করালেন তিনি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভারতের এক গণমাধ্যম জানিয়েছে, মডেল-অভিনেত্রী টিনা থাডানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হানি সিং। দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন টিনা। এ অনুষ্ঠানে নিজের নতুন অ্যালবাম নিয়ে কথা বলতে গিয়ে টিনাকে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেন এই কণ্ঠশিল্পী।
হানি সিংয়ের নতুন অ্যালবাম ২০২৩ সালে মুক্তি পাবে। এর নাম ‘হানি ৩.০’। তা জানিয়ে হানি সিং বলেন, ‘দর্শক সারিতে বসা টিনা আমার গার্ল ফ্রেন্ড। আমার নতুন অ্যালবামের নাম সেই দিয়েছে।’
জেবি/এসবি