আর বিয়ে করবেন না নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৫৭ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করে জুন মাসের ১২ তারিখে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবর দেন।
ওই সময় গণমাধ্যমকে নুসরাত ফারিয়া জানিয়েছিলেন, ডিসেম্বরে আয়োজন করে বিয়ে হবে তাদের। কিন্তু সেই তারিখ পার হয়ে আরো দুই বছর পার হতে চললেও বিয়ে করেনি তিনি।
সম্প্রতি এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘বিয়ে আর হবে না, করছি না।’
কেন জানতে চাইলে এই অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ‘এত জানার দরকার কী? ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা-এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না’
এতো আয়োজন করে আংটি বদল, আবার সেই ছবি ফেসবুকে পোস্ট করে সবাইকে আনন্দের সংবাদ জানালেন। এমন কী হলো যে বিয়ের ওপর থেকে মন ওঠে গেল? নুসরাত ফারিয়া বলেন, ‘জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’
জেবি/এসবি