ফখরুল-আব্বাস গ্রেফতার, আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন


Janobani

আজাহারুল ইসলাম সুজন

প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২


ফখরুল-আব্বাস গ্রেফতার, আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস গ্রেফতার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। 


শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর আদালতে  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


পুলিশের লালবাগ জোনের এসিডি মুহিত সেরনিয়াবাত বলেন, 'আদালতে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি। কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।


আরএক্স/