নেত্রকোণায় আউশ ধানের ভালো ফলন, দ্বিগুণেরও বেশি জমিতে আবাদ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪৫ পিএম, ১৫ই আগস্ট ২০২৫


নেত্রকোণায় আউশ ধানের ভালো ফলন, দ্বিগুণেরও বেশি জমিতে আবাদ
ছবি: সংগৃহীত

‎নেত্রকোণায় বিলুপ্তপ্রায় আউশ ধানের চাষে মিলেছে আশানুরূপ ফলন। উন্নত জাতের আউশ ধান চাষ করে লাভবান হওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে দ্বিগুণেরও বেশি। কৃষি বিভাগের তৎপরতায় দীর্ঘদিন পর আবারও জেলায় আউশ আবাদে ফিরেছে প্রাণ।

‎কৃষি বিভাগ জানায়, একসময় শস্যভান্ডার খ্যাত নেত্রকোণায় বিপুল পরিমাণ জমিতে আউশ ধানের আবাদ হতো। তবে ফলন কম হওয়ায় ধীরে ধীরে কৃষকরা এই ধান চাষে আগ্রহ হারান এবং প্রায় এক দশক ধরে জেলার আউশ আবাদ প্রায় শূন্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে গত চার বছর ধরে কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করে কৃষকদের সহায়তা ও পরামর্শ দেন। ফলে কৃষকেরা আবারও আউশ আবাদে উৎসাহী হয়ে ওঠেন।


আরও পড়ুন: শিল্প শ্রমিকদের জন্য পণ্য সরবরাহের বাজার সংযোগ কার্যক্রম উদ্বোধন

‎এ বছর জেলার ৯টি উপজেলায় আউশ আবাদ হয়েছে ১ হাজার ৬৭২ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইতোমধ্যে ১২০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৪১৭ মেট্রিক টন, এবং প্রতি হেক্টরে ৪.১৫ টন ফলনের আশা করছে কৃষি বিভাগ।

‎বোরো ও আমন মৌসুমের মাঝ সময়ে বাড়তি ফসল হিসেবে আউশ চাষ করে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা খুশি। স্থানীয় কৃষকরা জানান, হেক্টরপ্রতি প্রায় ৫ টন কাঁচা ধান উৎপাদন হয়েছে। ধান বিক্রির টাকা দিয়ে তারা আমন আবাদসহ পরিবারের খরচ মেটাতে পারবেন। তবে তারা ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আরও পড়ুন: মাগুরায় পাটের ভালো ফলন, লাভে টান পড়ছে শ্রমিক সংকটে 

‎নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আবাদুল আউয়াল বলেন, এ বছর আউশ ধানের ফলন ভালো হওয়ায় আগামীতে কৃষকেরা আরও বেশি জমিতে এ ধান চাষে আগ্রহী হবেন।


এমএল/