ফের প্রেমে মজেছেন সালমান খান!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৫৫ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


ফের প্রেমে মজেছেন সালমান খান!
পূজা হেগড়ে ও সালমান খান

বলিউডের 'ভাইজান' খ্যাত সালমান খান নতুন প্রেমে মজেছেন। কোনো বিদেশিনী নন, এবার তার মন কেড়েছেন দক্ষিণি সিনেমার নায়িকা। যদিও তিনি বয়সে সালমানের থেকে ২৪ বছরের ছোট। 


শনিবার (১০ ডিসেম্বর) সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমার দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের প্রেমে মজেছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) উমের সান্ধু নামে একজন ফিল্ম সমালোচক টুইটারে করেন, সালমান ও পূজা সম্পর্কে রয়েছেন।

 

টুইটারে উমের সান্ধু লিখেছেন, 'বলিউডে নতুন জুটি সালমান-পূজা। মেগাস্টার সালমান খান মন দিয়েছে পূজা হেগড়েকে। সালমান খানের প্রোডাকশন হাউজের আগামী দুটি সিনেমার নায়িকা পূজা। একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা।


জেবি/এসবি