টুইটারকে বিদায় জানালেন এলটন জন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৩৪ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


টুইটারকে বিদায় জানালেন এলটন জন
এলটন জন

বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেক সেলেব্রেটি টুইটারকে বিদায় জানিয়েছেন। এবার বিদায় জানালেন ব্রিটেনের খ্যাতনাম সঙ্গীতশিল্পী, পিয়ানোবাদক ও সুরকার স্যার এলটন জন।


টুইটারে ভুল তথ্যের বিষয়ে নীতিগত পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়ে টুইটার ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।


‌‘রকেটম্যান’ খ্যাত এ কন্ঠশিল্পী লিখেছেন, ‘সারা জীবন আমি সঙ্গীতের মাধ্যমে মানুষকে একতাবদ্ধ রাখার চেষ্টা করেছি। চুল তথ্যের মাধ্যমে আমাদের পৃথিবীকে বিভক্ত করার চেষ্টা দেখে আমি কষ্ট পেয়েছি’।


জেবি/এসবি