ব্রাজিলের ভক্ত-সমর্থকদের ডিপজলের খোঁচা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:৩৬ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


ব্রাজিলের ভক্ত-সমর্থকদের ডিপজলের খোঁচা
ডিপজল

চলমান বিশ্বকাপ ফুটবল নিয়ে তারকাদের মাতামাতির যেন কমতি নেই। তারকাদের কেউ ব্রাজিল কেউ বা আর্জেন্টিনার সমর্থক। পছন্দের দল নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নানা পোস্ট ও মন্তব্য করতে দেখা যায় তাদের।


কাতার বিশ্বকাপের উন্মাদনার আঁচ বাংলাদেশি তারকাদের মাঝেও লেগেছে। এদিকে, পিছিয়ে নেই ঢাকাই ছবির মুভিলর্ড খ্যাত অভিনেতা ডিপজলও। এ খেলার কোয়ার্টার ফাইনালে এসে ব্রাজিলের হারের পর ব্রাজিলের ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।


ফেসবুকে দেওয়া তার পোস্টে তিনি লিখেছেন, ‘কোথায় গেল 7up দলের ভাতিজারা। লাইগা গেল তো কেরা বেরা।’


জেবি/এসবি