নতুন লুকে ধরা দিলেন রাজ-বুবলী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৫ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২


নতুন লুকে ধরা দিলেন রাজ-বুবলী
শরিফুল রাজ-শবনম বুবলী

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’নামের একটি সিনেমায় অভিনয় করছেন তারা।

 

ইতোমাধ্যে চলতি বছরে চুপাসারে প্রথম লটের শুটিং করেছেন রাজ-বুবলী। এরপর তার গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় শেষ অংশের শুটিং শুরু করেন বলে জানা গেছে।


গোপনে সিনেমাটির শুটিং করলেও সামাজিকমাধ্যমে রাজ ও বুবলীর নতুন লুক ফাঁস হয়েছে! দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি।


নতুন এ প্রসঙ্গে রাজ ও বুবলী দুজনে গণমাধ্যমকে জানান, তারা বর্তমানে ‘দেয়ালের দেশ’ সিনেমার শুটিং করছেন। এ সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।


জেবি/এসবি