যে কারণে স্ত্রীকে গাধা উপহার দিলেন স্বামী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২
পাকিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে অদ্ভুদ ঘটনা ঘটেছে। সেই বিয়েতে কনেকে দেওয়া হয়েছে একটি গাধা উপহার। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এ নিয়ে দেশটিতে হইচই শুরু হয়েছে।
নেটজনতার একাংশ হাস্যরসে মাতলেও অনেকে আবার বিষয়টিকে অভিনব ভাবছেন। জানা গেছে, পাকিস্তানের বাসিন্দা আজলান শাহ বিয়ের দিন তার কনে বরিষা জাভেদ খানকে এ উপহার দেন। বর ও কনে দুজনই পাকিস্তানের ইউটিউবার।
উপহার দেওয়ার একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে আজলান লিখেন, ‘প্রশ্ন হলো উপহার হিসেবে শুধু গাধা কেন? এর উত্তর হলো তুমি গাধা পছন্দ করো এবং দ্বিতীয়ত, বিশ্বের সবচেয়ে কর্মঠ ও স্নেহশীল প্রাণী। ’
এর উত্তর হলো তুমি গাধা পছন্দ করো এবং দ্বিতীয়ত, বিশ্বে সবচেয়ে কর্মঠ ও স্নেহশীল প্রাণী। ’
সেই গাধার ছবি আবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামেও পোস্ট করেন আজলান। তিনি লিখেন, ‘আমি সবসময় জানতাম বাচ্চা গাধা পছন্দ করে বরিষা। তাই আমার পক্ষ থেকে ওর জন্য এটাই রইল বিয়ের উপহার। ’
জেবি/এসবি