Logo

‘ক্যালিফোর্নিয়ার দাবানল গাজায় ইসরাইলি বর্বরতার স্মারক’

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৪
44Shares
‘ক্যালিফোর্নিয়ার দাবানল গাজায় ইসরাইলি বর্বরতার স্মারক’
ছবি: সংগৃহীত

একে ইসরাইলের ‘বর্বরতার’ ফল বলে উল্লেখ করেছেন তিনি

বিজ্ঞাপন

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞকে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন। একে ইসরাইলের ‘বর্বরতার’ ফল বলে উল্লেখ করেছেন তিনি।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে এ কথা বলেন। একই সঙ্গে ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতিও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার দাবানল গাজার পরিস্থিতির প্রতিফলন উল্লেখ করে জারিফ লিখেছেন, ‘ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতালের স্মৃতি জাগিয়ে তুলছে’।

বিজ্ঞাপন

জাওয়াদ জারিফ আরও বলেন, ‘প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা। বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন, ইসরাইলের বর্বরতায় যারা সবকিছু হারিয়েছেন’।

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ার দাবানলের ক্ষয়ক্ষতি

বিজ্ঞাপন

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে দাবানল ছড়িয়ে পড়ে। যা হাজার হাজার একর জমি এবং অসংখ্য ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া প্রায় ১,৮০,০০০ মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে এবং আরও ২,০০,০০০ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গাজার পরিস্থিতি এবং ইসরাইলি আগ্রাসন

বিজ্ঞাপন

জারিফের এই বক্তব্যটি এমন সময়ে এসেছে, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪৬ হাজারেরও ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু ছিলেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজার মানুষ।

বিজ্ঞাপন

ইসরাইল তার আক্রমণ চালায় মূলত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের একটি আকস্মিক অভিযানের প্রতিক্রিয়ায়। হামাস সেই অভিযানটি পরিচালনা করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ধারাবাহিক ও বাড়তে থাকা সহিংসতার প্রতিবাদ হিসেবে।

বিজ্ঞাপন

গাজায় ইসরাইলের এই আগ্রাসনে আমেরিকা তাদের প্রধান মিত্র এবং অস্ত্র সরবরাহকারী। শক্তিধর দেশটি একাধিকবার গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি তারা ইসরাইলকে গোয়েন্দা, আর্থিক এবং সামরিক সহায়তা অব্যাহত রেখেছে।

জো বাইডেনের বিদায়ী প্রশাসন শুক্রবারও ইসরাইলের জন্য ৮ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির পরিকল্পনার ঘোষণা দিয়েছে। যা গাজার ওপর দমন অভিযান ও আগ্রাসনে সহায়তার অংশ। সূত্র: মেহের নিউজ এজেন্সি

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD