Logo

ইসরায়েল ও নেতানিয়াহুর পতন অতি সন্নিকটে: ইরানি জেনারেল

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৫, ০৯:১৭
53Shares
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন অতি সন্নিকটে: ইরানি জেনারেল
ছবি: সংগৃহীত

ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন আসন্ন

বিজ্ঞাপন

ইরানের মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, দখলদার ইসরায়েল এবং তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন অতি সন্নিকটে। সেই সঙ্গে আরেকটি ভুল ইসরায়েলের সব স্বার্থ এবং ঘাঁটিগুলোকে আরও গুরুতর বিপদের মুখোমুখি করবে বলে হঁশিয়ারি করেছেন তিনি।

ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন এই মেজর জেনারেল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (০১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। 

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনে বড় শয়তান এবং ছোট শয়তান (যুক্তরাষ্ট্র এবং ইসরাইল) তাদের লক্ষ্য অর্জনে সম্পন্ন ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের ইসলামী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা এই জেনারেল বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন ‘ইহুদিবাদীদের মৃত্যুর চক্র’ ত্বরান্বিত করেছে। ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন আসন্ন।

বিজ্ঞাপন

 

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির ফলে সংঘাত বন্ধ হয়ে গেলেও, শত্রু এবং তাদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং অঞ্চলজুড়ে বাহিনী সম্পর্কে ভালো অভিঙ্গতা রয়েছে ইরানের। ইসরায়েল আর কোনো ‘ভুল করলে’ তাদের সব স্বার্থ এবং ঘাঁটি আরও বড় হুমকির সম্মুখীন হবে, কারণ ইরান আরও তীব্রতার সাথে প্রতিক্রিয়া জানাবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD