ইসরায়েল ও নেতানিয়াহুর পতন অতি সন্নিকটে: ইরানি জেনারেল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫


ইসরায়েল ও নেতানিয়াহুর পতন অতি সন্নিকটে: ইরানি জেনারেল
ছবি: সংগৃহীত

ইরানের মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, দখলদার ইসরায়েল এবং তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন অতি সন্নিকটে। সেই সঙ্গে আরেকটি ভুল ইসরায়েলের সব স্বার্থ এবং ঘাঁটিগুলোকে আরও গুরুতর বিপদের মুখোমুখি করবে বলে হঁশিয়ারি করেছেন তিনি।


ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন এই মেজর জেনারেল।


আরও পড়ুন: ব্রিটিশদের ‘নাস্তানাবুদ’ করতে যে রণকৌশলে এগোচ্ছে ইরান


মঙ্গলবার (০১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। 


তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনে বড় শয়তান এবং ছোট শয়তান (যুক্তরাষ্ট্র এবং ইসরাইল) তাদের লক্ষ্য অর্জনে সম্পন্ন ব্যর্থ হয়েছে।


ইরানের ইসলামী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা এই জেনারেল বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন ‘ইহুদিবাদীদের মৃত্যুর চক্র’ ত্বরান্বিত করেছে। ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন আসন্ন।


আরও পড়ুন: পাকিস্তানে হঠাৎ বাড়ল জ্বালানি তেলের দাম

 

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির ফলে সংঘাত বন্ধ হয়ে গেলেও, শত্রু এবং তাদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং অঞ্চলজুড়ে বাহিনী সম্পর্কে ভালো অভিঙ্গতা রয়েছে ইরানের। ইসরায়েল আর কোনো ‘ভুল করলে’ তাদের সব স্বার্থ এবং ঘাঁটি আরও বড় হুমকির সম্মুখীন হবে, কারণ ইরান আরও তীব্রতার সাথে প্রতিক্রিয়া জানাবে।


এমএল/