ফের ফারিয়া-শুভ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২
দীর্ঘদিন পর একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এর আগে প্রেমী ও প্রেমী ও ধ্যাততেরিকি নামে দুটি ছবিতে জুটি হয়ে কাজ করেছেন তারা। ফুটবল ৭১ নামে সিনেমাটি নির্মাণ করছেন অনম বিশ্বাস।
জানা গেছে, স্বাধীন বাংলা ফুটবল দল গড়ে তোলার জানা-অজানা গল্প নিয়ে ফুটবল ৭১। কাজ প্রসঙ্গে নির্মাতা বলেন,'স্বাধীনতাযুদ্ধ আমি দেখিনি। কিন্তু বইয়ে সেই সময়কার গল্প পড়ে, প্রামাণ্যচিত্র দেখে স্বাধীনতাযুদ্ধ সম্পর্কে নিজের জানাশোনা, বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে। পাশাপাশি গল্প নিয়ে দীর্ঘ গবেষণার ফলাফলই পর্দায় তুলে আনার চেষ্টা থাকবে।'
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং। ছবিতে একজন সংগঠকের ভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ।
শুভ বলেন, গল্পের প্রেক্ষাপট একাত্তর। বাস্তবে তো সেই সময়টি আমি দেখিনি। কিন্তু শুটিংয়ে সেই সময়ের লুক ফিলটা পাওয়া যাবে। তিনি বলেন, অনম বিশ্বাসের সঙ্গে কাজ, এ কারণে আমি এক্সসাইটেড। কারণ, গুণী নির্মাতাদের সঙ্গে কাজের সুযোগ হলে অনেক কিছু জানা যায়, শেখা যায়, নতুনভাবে নিজেকে আবিষ্কার করা যায়।
জেবি/এসবি