বন্দুকধারীর গুলিতে ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দেশটির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে তাদের মৃত্যু হয়।
সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় একটি ক্যাফেতে পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছেলেন মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। এ সময় নিকোলেটাসহ ৩ জন মারা যান। এ ঘটনায় আহত্ত হয়েছেন আরো ৪ জন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বন্ধুকধারীদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বান্ধবীর মৃত্যুতে জর্জিয়া মেলোনি ফেসবুকে ছবিসহ আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার কাছে ও সব সময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এ ভাবে চলে যাওয়াটা ঠিক হল না। আমি তোমাকে ভালোবাসি।’
জেবি/এসবি