দিশার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন প্রেমিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২
চলতি বছরের মাঝামাঝি বলিউডের টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানির ভাঙার পর নতুন প্রেমে মজেছেন এ অভিনেত্রী। গুঞ্জন চলছে, সাইবেবেরিয়ার নাগরিক মডেল ও অভিনেতা আলকেজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন দিশা।
সামাজিকমাধ্যমে নিজেদের হ্যাং-আউট, ছুটি কাটানোর নানান মুহূর্ত শেয়ার করেন তারা। এ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন ইলিক।
তিনি বলেন,আমার কাছে দিশা একদমই পরিবারের সদস্যর মতো। যেকোনো পরিস্থিতিতে যখনই প্রয়োজন হয়েছে আমরা একে-অন্যকে পাশে পেয়েছি। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি, কিছু মানুষ অন্যের জীবন নিয়ে অনুমাননির্ভর অনেক কথাই বলেন।
কিন্তু আমরা তো জানি আসল সত্যটা কী। কেন অন্যকে শান্তিতে বাঁচতে দিতে চায় না তারা। অবশ্য প্রায়ই এসব বিষয় দেখে খুব হাসাহাসি করি আমরা। তবে শুধু দিশা নয়, টাইগারের সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে বলে জানান ইলিক।
জেবি/এসবি