প্রকাশ্যে ‘পাঠান’র গান, নেটদুনিয়া উত্তাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৫ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২


প্রকাশ্যে ‘পাঠান’র গান, নেটদুনিয়া উত্তাল
শাহরুখ খান-দীপিকা

‘পাঠান’ সিনেনায় বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। আগামী (২৫ জানুয়ারি) সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। 


তার আগে আজ (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে  এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’।  মুক্তির পরই নেটদুনিয়া উত্তাল হয়ে যায়। প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন।


গানের শুরুতে দেখা গেছে, হলুদ রঙের মনোকিনিতে দীপিকা। তারপর নীল জল, দীপিকার আবেদনময়ী লুক, পুরো গানে তার অভিব্যক্তি, মাত করেছে ভক্তদের। নেটজনতাদের মন্তব্য অন্তত এমনটাই বলছেন।


জেবি/এসবি