সীমান্তে আফগানিস্তানের হামলায় ৬ পাকিস্তানি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:০৪ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২
সীমান্তে আফগানিস্তানের সেনাবাহিনীর হামলায় পাকিস্তান সীমান্তে কমপক্ষে ৬ জন বেসামরিক লোক নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
দেশটি বলছে, রবিবার (১১ ডিসেম্বর) সীমান্ত শহর চমনে বিনা উস্কানিতে আফগান সেনবাহিনী পাকিস্তান সেনাবাহীনীড় ওপর হামলা চালায়। পরে পাকিস্তানও হামলার জাবাব দেয়। এতে এক আফগান সেনাও নিহত হন।
এদিকে, এ হামলার নিদ্ধা জানিয়ে পাকিস্তনা সেনাবাহিনী। অভিযোগে তুলে তারা বলেছে, আফগানরা কোনো উস্কানি ছাড়াই ‘নির্বিচারে গুলি চালিয়েছ’।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আফগাননিস্তানের এমন কর্মকাণ্ড ‘কঠোর নিন্দার যোগ্য’।
জেবি/এসবি