‘ওজন কমিয়ে এখন খোলামেলা ফটোশুট করার বয়স’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২
ছোট পর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। আলোচনায় থাকতে পাছন্দ করেন তিনি। ভারতে চিকিৎসা শেষে গতকাল রবিবার (১১ ডিসেম্বর) ঢাকায় ফিরেই সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন এ অভিনেত্রী।
ফেসবুক পোস্টে ফারিয়া বলেন, ‘শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো, পরশু (১৩ ডিসেম্বর) আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ! অসুস্থতা কারণে ভুলেই গেছি লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে! এখন পড়তে বসছি।’
সম্প্রতি দেশের কয়েকজন মধ্যবয়সী অভিনেত্রী বেশ সহসী ফটোশুত করে আলোচিত হয়েছে। এ বিষয় খানিকটা ‘খোঁচা’ দিয়ে শবনম ফারিয়া বলেন, ‘এটা আমার মিড লাইফ ক্রাইসিসে ওয়েট কমিয়ে খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স! অথচ এই বয়সে এসব বাদ দিয়ে পড়াশোনা করছি! ’
তবে কাকে তিনি ‘খোঁচা’ দিয়ে এই পোস্ট করেছেন তা পরিষ্কার করেনি। তবে ঢালি পাড়ার কয়েকজন অভিনেত্রী ওজন কমিয়ে ফটোশুট করেছেন। আর নেটজনতাদের ইঙ্গিত তাদের দিকেই!
জেবি/এসবি