অশ্লীলতার দায়ে উরফির বিরুদ্ধে মামলা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৫৮ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২
প্রকাশ্যে অশ্লীলতার দায়ে ভারতের জনপ্রিয় অভিনেত্রী উরফি জাভেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে মুম্বাইয়ের আন্ধেরি থানায় এ অভিযোগ করা হয়।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদবে বলা হয়েছে, কয়েক দিন আগে শাড়ি পরে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন উরফি। ফিনফিনে শাড়িতে তাকে দেখতে উদ্ভট লাগছিল। বাতাসে বার বার তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে যাচ্ছিল। সেটা সামলাতে গিয়ে তার পুরো শরীরই দেখা যাচ্ছিল।
এ ঘটনার একটি ভিডিও গত শনিবার ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠে সামাজিকমাধ্যমে। এরপরই অশ্লীলতার দায়ে উরফির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় থানায়। আলি খশিফ খান দেশমুখ নামে এক আইনজীবী এ অভিযোগ করেন।
জেবি/এসবি